জিরোনাকে হারিয়ে পয়েন্ট তালিকায় বার্সার সমতায় রিয়াল
লা লিগায় ঘুরে দাঁড়ালো রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জিরোনাকে ২-০ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করেছে কার্লো আনচেলত্তির দল। এই জয়ে পয়েন্ট তালিকায় বার্সেলোনার সঙ্গে সমতায় পৌঁছেছে তারা।
SPORTS
2/24/20251 min read


ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ (দৈনিক একুশের বাণী): লা লিগায় ঘুরে দাঁড়ালো রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জিরোনাকে ২-০ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করেছে কার্লো আনচেলত্তির দল। এই জয়ে পয়েন্ট তালিকায় বার্সেলোনার সঙ্গে সমতায় পৌঁছেছে তারা।
রোববার (২৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের শেষ মুহূর্তে লুকা মডরিচের দুর্দান্ত ভলিতে এগিয়ে যায় রিয়াল। ম্যাচের ৮৩তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা।
চলতি মাসে লা লিগায় প্রথম তিন ম্যাচে জয়শূন্য ছিল রিয়াল মাদ্রিদ। এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলে হারের পর অ্যাটলেটিকো মাদ্রিদ ও ওসাসুনার বিপক্ষে ড্র করেছিল তারা। তবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় টানা তিনটি ম্যাচ জিতে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিল দলটি। অবশেষে ঘরোয়া লিগেও জয় ফিরেছে লস ব্লাঙ্কোসদের শিবিরে।
প্রথমার্ধে কিছুটা ধীরগতির খেলা খেললেও বিরতির আগে ৪১তম মিনিটে কর্নার থেকে পাওয়া বলে অসাধারণ এক ভলিতে গোলের খাতা খোলেন ক্রোয়েশিয়ান তারকা লুকা মডরিচ। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল। ৮০তম মিনিটে এমবাপ্পে সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে কিছুটা চাপেই পড়ে যায় দলটি। তবে ৮৩তম মিনিটে পাল্টা আক্রমণে এমবাপ্পের পাস থেকে বল পেয়ে নিখুঁত শটে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র।
এই জয়ের ফলে ২৫ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্র নিয়ে ৫৪ পয়েন্ট সংগ্রহ করেছে রিয়াল মাদ্রিদ, সমান পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় বার্সা আপাতত শীর্ষস্থানে থাকলেও শিরোপা দৌড়ে শক্ত অবস্থানে ফিরেছে রিয়াল।