বিসিবি সভাপতির পদ ছাড়লেন নাজমুল হাসান, নতুন দায়িত্বে ফারুক আহমেদ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভায় মেইলের মাধ্যমে পদত্যাগ করেন নাজমুল হাসান। বিসিবির এক পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।
SPORTS
8/21/20241 min read


ঢাকা, ২০ আগস্ট ২০২৪ (দৈনিক একুশের বাণী): দীর্ঘ এক যুগের নাজমুল হাসান–যুগের অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভায় মেইলের মাধ্যমে পদত্যাগ করেন নাজমুল হাসান। বিসিবির এক পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।
নাজমুল হাসান প্রথমবারের মতো ২০১২ সালে সরকার-মনোনীত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৩ সালের অক্টোবরে নির্বাচিত সভাপতি হন। এরপর তিন মেয়াদে তিনি বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেন। যদিও তার বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের অক্টোবরে, দেশের রাজনৈতিক পরিবর্তনের কারণে তিনি আগেভাগেই পদত্যাগ করলেন।
এর আগে বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেন জালাল ইউনুস, যিনি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত হয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব পালন করছিলেন। এনএসসির নির্দেশে তাকে পদত্যাগ করতে বলা হয়। একই নির্দেশে এনএসসি মনোনীত অপর পরিচালক আহমেদ সাজ্জাদুল এখনও পদত্যাগ না করলেও জালাল ইউনুসের শূন্য পদে ফারুক আহমেদকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে পরিচালনা পর্ষদের ভোটে তাকে বিসিবির সভাপতি নির্বাচিত করা হয়।