ভারতে ইলিশ রফতানির অনুমতি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বঃ মৎস্য উপদেষ্টা
ভারতে ইলিশ রফতানি নিয়ে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে। এ বিষয়ে আজ ২২ সেপ্টেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার স্পষ্ট বক্তব্য দিয়েছেন।
NATIONAL NEWS
9/22/20241 min read


ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৪ (দৈনিক একুশের বাণী): ভারতে ইলিশ রফতানি নিয়ে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে। এ বিষয়ে আজ ২২ সেপ্টেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার স্পষ্ট বক্তব্য দিয়েছেন।
তিনি জানান, ভারতে ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, মৎস্য মন্ত্রণালয় নয়। "আমাদের অবস্থান আগের মতোই রয়েছে। আমরা দেশের জনগণের জন্য ইলিশ সংরক্ষণের পক্ষে," বলেন ফরিদা আখতার।
তিনি আরও উল্লেখ করেন, ভারত দুর্গাপূজা উপলক্ষে ইলিশের জন্য বিশেষ অনুরোধ করেছে, তবে দেশের বাজারে ইলিশের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। গতবার ভারত কম ইলিশ নিয়েছিল, তাই এবার রফতানির খবরে দাম বেড়ে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই। যদি এমনটা ঘটে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
ফরিদা আখতার আরও স্পষ্ট করেন যে, ইলিশ রফতানি বন্ধ বা চালুর বিষয়ে মৎস্য মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। "এটি আমাদের কাজের আওতায় পড়ে না," তিনি জানান। তিনি আরও বলেন, ইলিশ মাছ হিন্দু ধর্মের পূজার অংশ নয়, এবং এ বিষয়ে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের কাছ থেকেই তিনি তথ্য পেয়েছেন।
এদিকে, ইলিশের প্রজনন মৌসুমে নিরাপত্তা নিশ্চিত করতে ১৩ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ৩ নভেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে, যার মূল উদ্দেশ্য ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করা।