দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

ড. ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক:২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে আলোচনা

আগামী ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার, নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে ড. মুহাম্মদ ইউনূস এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠকে বসবেন। এই বৈঠকের আয়োজন নিয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে একটি দায়িত্বশীল সূত্র।

NATIONAL NEWS

9/22/20241 min read

ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৪ (দৈনিক একুশের বাণী): আগামী ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার, নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে ড. মুহাম্মদ ইউনূস এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠকে বসবেন। এই বৈঠকের আয়োজন নিয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে একটি দায়িত্বশীল সূত্র। গত তিন দশকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠকের কোনো নজির নেই, ফলে এই সাক্ষাৎ বিশেষ গুরুত্ব বহন করছে।

ওয়াশিংটন থেকে ১৯ সেপ্টেম্বর বৈঠকটি চূড়ান্ত করা হয়, আর এই বৈঠককে সামনে রেখে ড. ইউনূস ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানা গেছে।

বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত প্রকাশ না করা হলেও, ড. ইউনূসের সঙ্গে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েনের সঙ্গেও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা করবেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন সময়ে এই ধরনের বৈঠক বিরল হলেও, ড. ইউনূসের আন্তর্জাতিক অবদান এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এই বৈঠকগুলো বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।