সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে সেনাবাহিনী
আগামী দুই মাসের জন্য সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর কর্মকর্তারা। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়। তবে মেট্রোপলিটন এলাকাগুলোতে এই নিয়োগ কার্যকর হবে না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
NATIONAL NEWS
9/18/20241 min read


ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৪ (দৈনিক একুশের বাণী):আগামী দুই মাসের জন্য সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর কর্মকর্তারা। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়। তবে মেট্রোপলিটন এলাকাগুলোতে এই নিয়োগ কার্যকর হবে না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ১২(১) ধারা অনুযায়ী সেনা কর্মকর্তাদের এ দায়িত্ব অর্পণ করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ১৭(১) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে কাজ করবেন। জনস্বার্থে নেওয়া এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
প্রসঙ্গত, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা 'মার্চ টু ঢাকা' কর্মসূচির দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। এর পরদিন মন্ত্রিসভা বিলুপ্ত ঘোষণা করা হয় এবং ৬ আগস্ট রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন। ৮ আগস্ট নতুন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়, যা বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেওয়া হলো।