বিডিআর বিদ্রোহের রহস্য এখনও উদঘাটিত হয়নিঃ সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদ
বিডিআর বিদ্রোহের ‘আসল রহস্য’ এখনও উদঘাটিত হয়নি বলে দাবি করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মঈন ইউ আহমেদ। তিনি ঘটনার পুনঃতদন্ত এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানান।
NATIONAL NEWS
9/7/20241 min read


ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৪ (দৈনিক একুশের বাণী): বিডিআর বিদ্রোহের ‘আসল রহস্য’ এখনও উদঘাটিত হয়নি বলে দাবি করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মঈন ইউ আহমেদ। তিনি ঘটনার পুনঃতদন্ত এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানান।
সম্প্রতি, আলোচিত ‘ওয়ান-ইলেভেন’র অন্যতম প্রধান ব্যক্তিত্ব মঈন ইউ আহমেদ তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এই মন্তব্য করেন। বিদেশে অবস্থানরত জেনারেল মঈন এই প্রথমবারের মতো বিডিআর বিদ্রোহের বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দফতরে সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের ঘটনার সময় তিনি সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন।
ভিডিওতে মঈন ইউ আহমেদ বলেন, "বিডিআর বিদ্রোহের পর আমি একটি তদন্তের আদেশ দিয়েছিলাম, কিন্তু সরকারের পক্ষ থেকে সহযোগিতা না পাওয়ায় তদন্তটি যথাযথভাবে করা সম্ভব হয়নি। সরকারও তাদের তদন্তের প্রতি আমাদের অবিশ্বাস প্রকাশ করে বলেছিল, তাদের তদন্তের পর আর কোনো তদন্তের প্রয়োজন নেই।"
তিনি আরও বলেন, "১৫ বছর পরেও প্রকৃত ঘটনা সম্পর্কে দেশের মানুষ এখনও অন্ধকারে রয়েছে। বিগত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে শুধু কিছু মন্তব্য শোনা গেছে, কিন্তু প্রকৃত সত্য এখনও অজানা।"
তিনি বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর প্রতি আস্থা প্রকাশ করে বলেন, "স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এই তদন্ত কমিটি পুনর্গঠন করেন, তবে জড়িতদের চিহ্নিত করা সম্ভব হবে।"
সাবেক সেনাপ্রধানের আহ্বান, অন্তর্বর্তীকালীন সরকারকে এ ঘটনার পুনঃতদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে উদ্যোগ নিতে হবে।