দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

তিস্তার পানিবণ্টন ইস্যু সমাধানে গুরুত্ব দিচ্ছেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। ভারতের বার্তা সংস্থা পিটিআই'কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এই দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার সমাধান করতে হবে।

NATIONAL NEWS

9/6/20241 min read

ঢাকা, ৬ সেপ্টেম্বর ২০২৪ (দৈনিক একুশের বাণী): অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। ভারতের বার্তা সংস্থা পিটিআই'কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এই দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার সমাধান করতে হবে।

ড. ইউনূস বলেছেন, "বিষয়টি দীর্ঘদিন ঝুলে আছে, যা কোনো দেশেরই জন্যই লাভজনক নয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী দুই দেশের মধ্যে পানিবণ্টনের বিষয়টি অবশ্যই সমাধান করতে হবে।"

তিনি আরও জানান, বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সংরক্ষণের বিষয়টি সুনিশ্চিত করার জন্য আন্তর্জাতিক নিয়মনীতি মেনে আলোচনা হওয়া প্রয়োজন। সাক্ষাৎকারটি শুক্রবার (৬ সেপ্টেম্বর) পিটিআই নিউজের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

তিস্তা চুক্তি নিয়ে আলোচনা প্রসঙ্গে ড. ইউনূস উল্লেখ করেন, "আমরা বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনায় বসব। তবে চাপ দেওয়ার মতো শব্দটি আমি ব্যবহার করছি না। আমাদের লক্ষ্য হবে সমস্যার যৌথ সমাধানে পৌঁছানো।"

প্রসঙ্গত, ২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তার পানি বণ্টন চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুক্তিটি অনুমোদনে অস্বীকৃতি জানান, কারণ তিনি তার রাজ্যে পানির সংকটের আশঙ্কা করেছিলেন।

ড. ইউনূস বলেন, এটি নতুন কোনো বিষয় নয়, বরং অনেক পুরনো। আমরা পাকিস্তান শাসনামল থেকেই এ নিয়ে আলোচনা করে আসছি। ভারতের কেন্দ্রীয় সরকার এবং বাংলাদেশ এই চুক্তি চূড়ান্ত করতে চেয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তখন প্রস্তুত ছিল না। এখন এই সমস্যার সমাধান করতে হবে।

অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ড. ইউনূস জোর দিয়ে বলেন যে, আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে ভাটির দেশগুলোর অধিকার সংরক্ষণ করে তিস্তা ইস্যুর সমাধান করা জরুরি।