দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

সারা দেশে চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশে চিকিৎসা সেবা বন্ধের ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। শনিবার (৩১ আগস্ট) রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপ্তর মৃত্যুকে কেন্দ্র করে ঢামেক হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলা চালায় শিক্ষার্থীরা। এর পর থেকেই চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন, যার ফলে রোগীরা ভোগান্তিতে পড়েছেন।

NATIONAL NEWS

9/1/20241 min read

ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৪ (দৈনিক একুশের বাণী): ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশে চিকিৎসা সেবা বন্ধের ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। শনিবার (৩১ আগস্ট) রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপ্তর মৃত্যুকে কেন্দ্র করে ঢামেক হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলা চালায় শিক্ষার্থীরা। এর পর থেকেই চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন, যার ফলে রোগীরা ভোগান্তিতে পড়েছেন।

রবিবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজের প্রশাসনিক গেটে ডা. আবদুল আহাদ ঘোষণা দেন যে, তাদের দাবির বিষয়ে দুপুর ২টায় বাগান গেটে ব্রিফিং করবেন এবং সেখানে গণজমায়েতের ডাক দেওয়া হয়েছে। নার্সরাও তাদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

চিকিৎসকদের দাবিগুলোর মধ্যে রয়েছে: অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ঢামেকসহ দেশের সব হাসপাতালে আর্মিসহ সিকিউরিটি ফোর্স নিযুক্তকরণ, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বাস্থ্য পুলিশ নিয়োগ, এবং স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন।

চিকিৎসকরা আরও বলেন, "দাবি পূরণ না হওয়া পর্যন্ত সরকারি-বেসরকারি সব হাসপাতালের অপারেশনসহ চিকিৎসা সেবা পুরোপুরি বন্ধ থাকবে। এর দায়ভার চিকিৎসকদের ওপর নয়, প্রশাসনের ওপর বর্তাবে। কারণ, তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেও প্রশাসন সঠিক নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।"