দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

ফেনীতে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা

জান থেকে আসা ঢলের পানিতে প্লাবিত হয়েছে ফেনী জেলার ছয়টি উপজেলা। বন্যার তীব্রতা কিছুটা কমলেও এখনও অনেক মানুষ পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। বন্যার্তদের অভিযোগ, অনেক এলাকায় ত্রাণ বিতরণের ক্ষেত্রে সঠিক সমন্বয়ের অভাবে অনেকে ত্রাণসামগ্রী পাচ্ছেন না। বেশ কিছু গ্রামের বাসিন্দারা ত্রাণের অভাবে অনাহারে দিন পার করছেন।

NATIONAL NEWS

8/30/20241 min read

ঢাকা, ৩০ আগস্ট ২০২৪ (দৈনিক একুশের বাণী): উজান থেকে আসা ঢলের পানিতে প্লাবিত হয়েছে ফেনী জেলার ছয়টি উপজেলা। বন্যার তীব্রতা কিছুটা কমলেও এখনও অনেক মানুষ পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। বন্যার্তদের অভিযোগ, অনেক এলাকায় ত্রাণ বিতরণের ক্ষেত্রে সঠিক সমন্বয়ের অভাবে অনেকে ত্রাণসামগ্রী পাচ্ছেন না। বেশ কিছু গ্রামের বাসিন্দারা ত্রাণের অভাবে অনাহারে দিন পার করছেন।

গতকাল ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম, যেমন বিরলী, রতনপুর, জয় নারায়ণপুর, রামচন্দ্রপুর ঘুরে দেখা গেছে, পরিস্থিতি এখনও বেশ সংকটাপন্ন। অনেকেই জানান, বিদ্যুৎ সংযোগ টানা নয়দিন ধরে বিচ্ছিন্ন থাকায় গ্রামের বাজারে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে এবং মোবাইল চার্জ করতে গ্রামবাসীদের টাকা গুনতে হচ্ছে। পার্শ্ববর্তী বক্তারপুর, জয় নারায়ণপুর, রামচন্দ্রপুর, নুরুল্লাহপুর, রাজাপুর ঘোনাসহ অন্যান্য গ্রামেও একই অবস্থা বিরাজ করছে।

ত্রাণ বিতরণের ক্ষেত্রে সমন্বয়হীনতার কারণে অনেক এলাকায় সাহায্য পৌঁছাচ্ছে না। জেলা প্রশাসনের কাছে বিভিন্ন জায়গা থেকে সরকারি ও বেসরকারি ত্রাণসামগ্রী মজুত থাকলেও সঠিকভাবে বিতরণের অভাবে অনেক এলাকায় ত্রাণ পৌঁছাচ্ছে না। এ বিষয়ে জেলা প্রশাসন থেকে জানানো হয়, প্রতিটি উপজেলায় নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে ত্রাণ বিতরণের নির্দেশনা প্রদান করা হয়েছে এবং সমন্বয়হীনতা কাটাতে কাজ চলছে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক পরিচয়েও ত্রান বিতরণে বিভিন্ন ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে।

ত্রাণসামগ্রী সময়মতো বিতরণের মাধ্যমে বন্যার্তদের দুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা