জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করেছে সরকার
জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির এবং তাদের সংশ্লিষ্ট সব অঙ্গ সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। আজ বুধবার (২৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ প্রজ্ঞাপন প্রকাশিত হয়।
NATIONAL NEWS
8/28/20241 min read


ঢাকা, ২৮ আগস্ট ২০২৪ (দৈনিক একুশের বাণী): জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির এবং তাদের সংশ্লিষ্ট সব অঙ্গ সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। আজ বুধবার (২৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ প্রজ্ঞাপন প্রকাশিত হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, "বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ তাদের অন্যান্য অঙ্গ সংগঠনের সন্ত্রাস ও সহিংসতায় সম্পৃক্ততার কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায়নি। এছাড়াও, সরকার মনে করে যে এসব সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত নয়। তাই, তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো।" এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক মতবিনিময় সভায় বলেন, "সদ্যবিদায়ী আওয়ামী লীগ সরকার ছাত্র-জনতার আন্দোলন থেকে দৃষ্টি সরাতে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিল। তবে আজ আমাদের ওপর থেকে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো।"
প্রসঙ্গত, গত ১ আগস্ট সন্ত্রাসবিরোধী আইনের অধীনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ তাদের সংশ্লিষ্ট সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই রাজনৈতিক অস্থিরতার মধ্যে জামায়াতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি ওঠে। ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের অধীনে এই সিদ্ধান্তের পুনর্বিবেচনা করা হয়।
এর আগে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর, সেনাপ্রধানের অফিস ও বঙ্গভবনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এক সভায় জামায়াতকে আমন্ত্রণ জানানো হয়। এই পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটেই জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিলের সিদ্ধান্তটি কার্যকর হলো।