দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

ধানমন্ডিতে ১০তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

রাজধানীর ধানমন্ডিতে একটি ১০তলা ভবনের আটতলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

NATIONAL NEWS

8/21/20241 min read

ঢাকা, ২১ আগস্ট ২০২৪ (দৈনিক একুশের বাণী): রাজধানীর ধানমন্ডিতে একটি ১০তলা ভবনের আটতলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

বুধবার সকাল ১০টা ২৫ মিনিটে ধানমন্ডি পাঁচ নম্বর সড়কের ওই ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তবে আগুন লাগার কারণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।