দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

২৫ জেলার ডিসি প্রত্যাহার, বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি

দেশের ২৫ জেলার জেলা প্রশাসক (ডিসি) পদ থেকে কর্মকর্তাদের প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

NATIONAL NEWS

8/20/20241 min read

ঢাকা, ২০ আগস্ট ২০২৪ (দৈনিক একুশের বাণী): দেশের ২৫ জেলার জেলা প্রশাসক (ডিসি) পদ থেকে কর্মকর্তাদের প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রথম প্রজ্ঞাপনে ঢাকা, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা এবং গোপালগঞ্জের ডিসিদের প্রত্যাহারের আদেশ দেওয়া হয়েছে।

দ্বিতীয় প্রজ্ঞাপনে ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট এবং চাঁদপুরের ডিসিদেরও প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রত্যাহারকৃত এসব কর্মকর্তাকে ডিসি পদ থেকে সরিয়ে উপসচিব পদে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।