পঞ্চদশ সংশোধনী বাতিলের বিষয়ে হাইকোর্টের রুল জারি
সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছে। সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
NATIONAL NEWS
8/19/20241 min read


ঢাকা, ১৯ আগস্ট ২০২৪ (দৈনিক একুশের বাণী): সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছে। সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নায়ক শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এছাড়া, এই সংশোধনীতে জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়েছে।