চার দফা দাবি পূরণ না হলে রাজপথ ছাড়বে না শিক্ষার্থীরা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ঘোষিত চার দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, গণ-অভ্যুত্থান নস্যাৎ করার কোনো ষড়যন্ত্র হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। আন্দোলনের অংশ হিসেবে 'রেজিস্ট্যান্স উইক' কর্মসূচির আওতায় গতকাল শাহবাগে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা।
NATIONAL NEWS
8/16/20241 min read


ঢাকা, ১৬ আগস্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ঘোষিত চার দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, গণ-অভ্যুত্থান নস্যাৎ করার কোনো ষড়যন্ত্র হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। আন্দোলনের অংশ হিসেবে 'রেজিস্ট্যান্স উইক' কর্মসূচির আওতায় গতকাল শাহবাগে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা।
আন্দোলনকারীদের চার দফা দাবিগুলো হলো:
১. ফ্যাসিবাদী কাঠামোর অধীনে সংগঠিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা।
২. সংখ্যালঘুদের ওপর হামলা এবং গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার জন্য যারা দায়ী, তাদের বিচার নিশ্চিত করা।
৩. প্রশাসন ও বিচার বিভাগের যারা ছাত্র-জনতার ওপর হামলা এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছেন, তাদের দ্রুত অপসারণ ও বিচার করা।
৪. প্রশাসন ও বিচার বিভাগে বৈষম্যের শিকার ব্যক্তিদের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
শাহবাগের কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম আওয়ামী লীগের নির্বাচন করার প্রসঙ্গে বলেন, "আওয়ামী লীগ বিগত ১৬ বছরে জনগণের ওপর যে অত্যাচার-নির্যাতন করেছে, তার জন্য আগে তাদের বিচার নিশ্চিত করতে হবে। এরপর জনগণ নির্ধারণ করবে তারা নির্বাচনে অংশ নিতে পারবে কি না।"
তিনি আরও অভিযোগ করেন, "আওয়ামী লীগ চুরি ও ডাকাতির মাধ্যমে ৩০০ আসনে নিজেদের প্রার্থী বিজয়ী করেছে এবং আরও ৫০ আসনে সংরক্ষিত প্রার্থী বসিয়েছে। এসব প্রার্থীরা ফ্যাসিস্ট আদর্শের অনুসারী।"
আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, "আওয়ামী লীগকে তাদের ভুল স্বীকার করতে হবে এবং রাজনৈতিক শুদ্ধাচারের মধ্য দিয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে। এরপর জনগণ তাদের গ্রহণ করবে কি না, তা বিবেচিত হবে।"হাসনাত আরও বলেন, "সজীব ওয়াজেদ জয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন। এতে দেশের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, দেশের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার বিদেশিদের নেই।"
জয়কে উদ্দেশ করে হাসনাত বলেন, "আপনাদের নৌকা ইতোমধ্যেই ফুটো হয়ে গেছে। মোদির সাহায্যে নৌকা চালানোর চেষ্টা বৃথা।"
ছবিঃ ফাইল ফটো