দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়।

NATIONAL NEWS

8/13/20241 min read

ঢাকা, ১৩ আগস্ট: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপদেষ্টা পরিষদ ও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনার পর জাতীয় শোক দিবসের সাধারণ ছুটি বাতিলের ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ছুটি বাতিলের সিদ্ধান্ত অনুমোদনের পাশাপাশি ছাত্রজনতার আন্দোলনে আত্মোৎসর্গকারীদের উদ্দেশে শোকপ্রস্তাব গৃহীত হয়।

আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনামলে এ দিনটি সাধারণ ছুটি হিসেবে পালন করা হতো। এ বছর থেকে ১৫ আগস্টের সাধারণ ছুটি আর থাকছে না।

ছুটি বাতিলের প্রজ্ঞাপন দ্রুতই জারি করা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানিয়েছে।