দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেপ্তার

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপির কমিশনার মো. মাইনুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

NATIONAL NEWS

8/13/20241 min read

ঢাকা, ১৩ আগস্ট: সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপির কমিশনার মো. মাইনুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার নিউমার্কেট থানায় দায়ের করা একটি মামলায় এ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৬ জুলাই ঢাকার নিউমার্কেট এলাকায় ছাত্র আন্দোলন চলাকালে সংঘর্ষে দুইজনের মৃত্যু ঘটেএকজন ছাত্র এবং একজন হকার। এ ঘটনাকে কেন্দ্র করে দায়েরকৃত মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে প্রধান ইন্ধনদাতা হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো একটি খুদে বার্তায় জানানো হয়েছে, ঢাকার সদরঘাট এলাকা থেকে নৌপথে পালিয়ে যাওয়ার সময় তাঁদের আটক করা হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর আওয়ামী লীগের নেতারা ও মন্ত্রীরা আত্মগোপনে চলে যান। এদের মধ্যে কেউ কেউ দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন। গ্রেপ্তারের সময় সালমান এফ রহমান ও আনিসুল হকও পালিয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন বলে পুলিশ জানায়। এর আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে আটক হন।

আইনজীবী আনিসুল হক ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে আইনমন্ত্রী পদে দায়িত্ব পালন করেন। অপরদিকে, সালমান এফ রহমান এফবিসিসিআই-এর সাবেক সভাপতি এবং বেক্সিমকো গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি ২০১৮ সালে ঢাকা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন

গ্রেপ্তার হওয়া এই দুই নেতা বর্তমানে ঢাকার পুলিশ হেফাজতে রয়েছেন এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।