একদিন এগিয়ে সোমবার ‘মার্চ টু ঢাকা’
আন্দোলনকারীদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি একদিন এগিয়ে ৫ আগস্ট করার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। রোববার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি জানান, পরিস্থিতি পর্যালোচনায় জরুরি সিদ্ধান্ত হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে।
NATIONAL NEWS
8/4/20241 min read
অনলাইন ডেস্ক (একুশের বাণী), ৪ আগস্ট ২০২৪ঃ আন্দোলনকারীদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি একদিন এগিয়ে ৫ আগস্ট করার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। রোববার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি জানান, পরিস্থিতি পর্যালোচনায় জরুরি সিদ্ধান্ত হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে।
আসিফ মাহমুদ বলেন, "আজ অর্ধশতাধিক ছাত্র-জনতার প্রাণহানি হয়েছে। তাই চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসেছে। বিশেষ করে আশপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকায় আসবেন এবং যারা পারবেন আজই ঢাকার উদ্দেশে রওনা হয়ে যান। ঢাকায় এসে রাজপথগুলোতে অবস্থান নিন।"
তিনি আরও বলেন, "এই ছাত্র নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসেছে। সবাই ইতিহাসের অংশ হতে ঢাকায় আসুন এবং নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটান।"
এর আগে, এক বিজ্ঞপ্তিতে ৫ আগস্ট সারা দেশে শহীদদের স্মরণে শহীদ স্মৃতিফলক উন্মোচন, শাহবাগে শ্রমিক সমাবেশ, এবং নারী সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছিল। ৬ আগস্ট ঢাকায় লংমার্চের ডাক দেওয়া হলেও, এখন সেই কর্মসূচি একদিন এগিয়ে ৫ আগস্ট করা হয়েছে।