দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতার ঘটনায় জুলাই মাসে কমপক্ষে ৩২ জন শিশু নিহত হয়েছে: ইউনিসেফ

আজ ইউনিসেফ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইজেসেকেরা আজ এক বিবৃতি দেন।

NATIONAL NEWS

8/2/20241 min read

অনলাইন ডেস্ক (একুশের বাণী), ২ আগস্ট ২০২৪ঃ আজ ইউনিসেফ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইজেসেকেরা এক বিবৃতিতে বলেন, -

"ইউনিসেফ নিশ্চিত করেছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতার ঘটনায় জুলাই মাসে কমপক্ষে ৩২ জন শিশু নিহত হয়েছে। আরও অনেক শিশু আহত হয়েছে এবং অনেককে আটক করা হয়েছে। এক ভয়াবহ ক্ষতি। ইউনিসেফ সকল ধরণের সহিংসতার প্রতি নিন্দা জানায়।"

"ইউনিসেফের পক্ষ থেকে, আমি, শোকাহত পরিবারগুলির প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই৷

"ইউনিসেফ শিশুদের যেকোন ধরনের আটক বন্ধের আহ্বান জানিয়েছে। এর অর্থ হল শিশুদেরকে নিছক কোনো জায়গায় তাদের উপস্থিতির ভিত্তিতে বা তাদের ব্যাকগ্রাউন্ড, ধর্ম, বা তাদের পরিবারের সদস্যদের কার্যকলাপ বা বিশ্বাসের কারণে গ্রেপ্তার বা আটক করা যাবে না।

শিশু তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ।তারা আওয়াজ তোলার সময় তাদের সুরক্ষিত রাখা উচিত।