দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

শনিবার বিক্ষোভ, রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলনের ডাক শিক্ষার্থীদের।

শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও হত্যার প্রতিবাদে এবং ৯ দফা দাবিতে আজ শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

NATIONAL NEWS

8/2/20241 min read

অনলাইন ডেস্ক (একুশের বাণী), ২ আগস্ট ২০২৪ঃ শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও হত্যার প্রতিবাদে এবং ৯ দফা দাবিতে শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরপর, রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে তারা। শুক্রবার (২ আগস্ট) রাত ৮টার দিকে ফেসবুক পোস্ট ও ভিডিও বার্তায় এই ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ এবং সহ-সমন্বয়ক রিফাত রশিদ।

শিক্ষার্থীরা তাদের এই কর্মসূচি সফল করতে সারাদেশের সকল জনগণকে অলিতে-গলিতে এবং পাড়ায় পাড়ায় সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদের তাদের নতুন কর্মসূচির ঘোষণা করেছিলেন। শুক্রবার সারাদেশে প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল ছিল তাদের কর্মসূচির অংশ। দেশের বিভিন্ন স্থানে এই কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সাথে পুলিশ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার এক পর্যায়ে কারফিউ জারি করে, যা পরবর্তীতে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে শিথিল করা হয়। সরকার জানিয়েছে, এই আন্দোলনে এখন পর্যন্ত ১৫০ জন নিহত হয়েছে। তবে, বিভিন্ন গণমাধ্যম বলছে এ সংখ্যা দুই শতাধিক।