দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

শিক্ষার্থীদের সোহেল তাজের বার্তা: আশা হারাবেন না

NATIONAL NEWS

7/29/20241 min read

অনলাইন ডেস্ক (একুশের বাণী), ২৯ জুলাই ২০২৪ঃ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সোহেল তাজ সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, লাখ লাখ শহীদের বিনিময়ে এই দেশ তোমাদের। তোমাদেরই এই দেশকে গড়তে হবে। ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি, ডু নট লুজ হোপ। সামনে ভালো দিন আসবে, তাই এখন কষ্ট করতে হবে।

সোমবার (২৯ জুলাই) বিকেলে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের কার্যালয়ে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের সাথে দেখা করতে। পরে সাংবাদিকদের সাথে কথা বলে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে এই বার্তা দেন।

সোহেল তাজ জানান, তিনি ডিবি কার্যালয়ে সাধারণ নাগরিক হিসেবে গিয়েছিলেন। কোটা আন্দোলনের অস্থির পরিবেশ নিয়ে তিনি উদ্বিগ্ন। তিনি জানান, ছয় সমন্বয়কের সাথে দেখা করতে চাইলেও শেষ পর্যন্ত দেখা করতে পারেননি। তিনি ডিএমপির ডিবি প্রধানের কাছে তিনটি প্রশ্ন নিয়ে গিয়েছিলেন।

প্রথমত, সমন্বয়কদের গ্রেফতার করা হয়েছে নাকি শুধু সেফ কাস্টডিতে নেয়া হয়েছে জানতে চান। দ্বিতীয়ত, যদি গ্রেফতার করা হয়, তাহলে দাবি নেই। তৃতীয়ত, যদি সেফ কাস্টডি হয়, তাহলে তাদের সাথে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু তাকে দেখা করতে দেওয়া হয়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে সোহেল তাজ বলেন, ছাত্র-ছাত্রীদের বুকে যেন আর একটি গুলিও না করা হয়। তিনি বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের সঠিক বিচার করতে হবে এবং সমস্যার সমাধানে সকলকে নিয়ে আলোচনা করতে হবে। হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদও জানান তিনি।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ডিএমপির ডিবি বিভাগ। ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ গণমাধ্যমকে জানান, পরিবার থেকে তাদের নিরাপত্তাহীনতার কথা বলা হয়েছিল। তাই ডিবি পুলিশ তাদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে।