দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত: ১৪ দলের জরুরি সভার ঘোষণা

NATIONAL NEWS

7/29/20241 min read

অনলাইন ডেস্ক (একুশের বাণী), ২৯ জুলাই ২০২৪ঃ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের জোট বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের সহযোগী সংগঠন ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২৯ জুলাই) বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।

ওবায়দুল কাদের জানান, সাম্প্রতিক সহিংসতা, নাশকতা, এবং সন্ত্রাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে ১৪ দল। তিনি আরও বলেন, বিএনপি, জামায়াত, শিবির এবং ছাত্রদল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ষড়যন্ত্রে লিপ্ত। তারা চোরাগুপ্তা হামলা ও হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

সরকার জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তি নির্মূল করার লক্ষ্যে কাজ করবে বলে ১৪ দল আশা প্রকাশ করেছে।