দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

কোটা আন্দোলন: দেশব্যাপী শোক পালিত হবে

NATIONAL NEWS

7/29/20241 min read

অনলাইন ডেস্ক, ২৯ জুলাই ২০২৪ঃ কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে নিহত ১৫০ জনের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী শোক পালিত হবে। কালো ব্যাজ ধারণ, মসজিদে দোয়া মাহফিল, এবং মন্দির-গির্জা-প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, আজকের বৈঠকে নিহত ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কোটা আন্দোলনের পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব জানান, সংঘর্ষে নিহতের সংখ্যা বর্তমানে ১৫০ জন।