জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ আর নেই
NATIONAL NEWS
7/25/20241 min read


জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
শাফিন আহমেদ স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। তাঁর ভাই হামিন আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
হামিন আহমেদ জানান, সম্প্রতি শাফিন যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিতে যান। ২০ জুলাই ভার্জিনিয়ায় তাঁর কনসার্টের আগে অসুস্থ হয়ে পড়েন এবং শো বাতিল করেন। সেদিনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বিভিন্ন অঙ্গ অকার্যকর হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শেষ পর্যন্ত তাঁকে আর ফেরানো সম্ভব হয়নি।