দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ১১ জন নিহত

NATIONAL NEWS

7/18/20241 min read

বিশেষ প্রতিনিধি, ঢাকা,১৮ জুলাই ২০২৪: দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৯ জন ঢাকার বিভিন্ন এলাকায় সংঘর্ষে প্রাণ হারিয়েছেন। উত্তরা এলাকায় সংঘর্ষে নিহত চারজনের মরদেহ বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে রয়েছে। হাসপাতালটির পরিচালক জানিয়েছেন, এদের মধ্যে দুজন শিক্ষার্থী।

উত্তরায় সংঘর্ষে আরও দুজন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে মারা গেছেন। সব মিলিয়ে উত্তরায় ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। ধানমণ্ডি, রামপুরা, যাত্রাবাড়ী, সাভার ও মাদারীপুরে একজন করে মারা গেছেন।

রাজধানীর যাত্রাবাড়ী, মেরুল বাড্ডা, রামপুরা, মালিবাগ ও শনির আখড়া এলাকাগুলোতেও সহিংসতা চলছে। ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে ঢাকার রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছেন।