শিক্ষার্থীরা সারা দেশে সম্পূর্ণ শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন
NATIONAL NEWS
7/18/20241 min read


ঢাকা, ১৮ জুলাই ২০২৪, (একুশের বাণী ডেস্ক): আজ বৃহস্পতিবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা সারা দেশে সম্পূর্ণ শাটডাউন (সর্বাত্মক অবরোধ) কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচির আওতায় হাসপাতাল এবং জরুরি সেবা ব্যতীত সবকিছু বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেছেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র্যাব এবং সোয়াট বাহিনীর বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসের নিশ্চয়তা এবং কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে’ এই কর্মসূচি পালন করা হচ্ছে।
তাঁরা আরও জানিয়েছেন, জরুরি সেবার আওতায় গণমাধ্যমের গাড়ি ও সংবাদপত্র পরিবহনের যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে এবং বাধাহীনভাবে চলতে পারবে।
ছবিঃ রয়টার্স