দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক রশীদ উন নবী

NATIONAL NEWS

7/14/20241 min read

১৪ জুলাই ২০২৪, (নিজস্ব প্রতিবেদক): ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল কাজী মো. রশীদ উন নবী। মেজর জেনারেল কাজী মো. রশীদ উন নবী বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফের স্থলাভিষিক্ত হবেন। গত ৯ জুলাই ২০২৪ রোজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঔষধ প্রশাসন অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফকে সেনাবাহিনীতে বদলি করা হলো।

মেজর জেনারেল কাজী মো. রশীদ-উন-নবী আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের কমান্ড্যান্ট ও স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।