সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার ফেস্ট অ্যান্ড প্লেসমেন্ট ডে–২০২৫
সাউদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসে গত শনিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী “ক্যারিয়ার ফেস্ট অ্যান্ড প্লেসমেন্ট ডে–২০২৫”।
NATIONAL NEWS
11/13/20251 min read


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বায়েজিদ আরেফিন নগরে অবস্থিত সাউদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসে গত শনিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী “ক্যারিয়ার ফেস্ট অ্যান্ড প্লেসমেন্ট ডে–২০২৫”।
বেলা ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরোয়ার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি পি এইচ ইস্পাতের পরিচালক সাদমান সাইকা শেফা, জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. বেলাল উদ্দিন আহমেদ, অনুষ্ঠানের আহ্বায়ক ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর এম. এম. হক, ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক ইসরাত জাহান, এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ. এফ. এম. মোদাচ্ছের আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, এবং বিভিন্ন নিয়োগদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি। দেশের খ্যাতনামা ২৫টি প্রতিষ্ঠান এ আয়োজনে অংশ নেয়, যেখানে শিক্ষার্থীরা সরাসরি ইন্টারভিউ দেওয়ার সুযোগ পান।
বিশেষ অতিথির বক্তৃতায় জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. বেলাল উদ্দিন আহমেদ বলেন, “দক্ষ ও কর্মক্ষম গ্রাজুয়েট তৈরিতে সাউদার্ন বিশ্ববিদ্যালয় প্রশংসনীয় ভূমিকা রাখছে।” তিনি শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পরামর্শ দেন এবং ক্যারিয়ার উন্নয়নে বাস্তবমুখী নির্দেশনা প্রদান করেন।


“ক্যাম্পাস টু ক্যারিয়ার”— এই থিমকে কেন্দ্র করে আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানে শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও কর্পোরেট প্রতিনিধিদের মধ্যে গড়ে ওঠে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের এক অনন্য প্ল্যাটফর্ম।
উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এই আয়োজনের মাধ্যমে সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা দিয়ে ভবিষ্যতের চাকরির বাজারে নিজেদের এক সম্মানজনক অবস্থান প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।
