দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

নির্বাচনি আইন সংস্কারে বড় পরিবর্তন আসছে: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের সুযোগ শেষ, ফিরছে ‘না ভোট’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করেছে।

NATIONAL NEWS

8/12/20251 min read

ঢাকা, ১১ আগস্ট ২০২৫ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করেছে। প্রস্তাবিত সংস্কারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ বাতিল করা হচ্ছে এবং ফিরিয়ে আনা হচ্ছে না ভোট। একই সঙ্গে নির্বাচনি অনিয়মের ক্ষেত্রে পুরো আসনের ভোট ও ফলাফল বাতিলের ক্ষমতা আবারও ইসিকে দেওয়া হচ্ছে।

ইসি সূত্রে জানা গেছে, সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এসব তথ্য জানান।

প্রধান পরিবর্তনগুলো হলো:

· না ভোট বাধ্যতামূলক একক প্রার্থী ক্ষেত্রে: কোনো আসনে একজন প্রার্থী থাকলেও তাকে না ভোট-এর মুখোমুখি হতে হবে। যদি না ভোট বেশি হয়, তাহলে পুনর্নির্বাচন হবে।

· জোট করলেও নিজ দলের প্রতীক: রাজনৈতিক জোট গঠিত হলেও প্রতিটি দলকে নিজ নিজ সংরক্ষিত প্রতীকেই ভোটে অংশ নিতে হবে।

· পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা: ইসি পরিস্থিতি বিবেচনায় একটি কেন্দ্র, একাধিক কেন্দ্র, এমনকি পুরো আসনের নির্বাচন বা ফলাফল স্থগিত বা বাতিল করতে পারবে।

· ইভিএম বাদ: বর্তমান কমিশনের ঘোষণার পরিপ্রেক্ষিতে আরপিও থেকে ইভিএম-সংক্রান্ত বিধান পুরোপুরি বাদ দেওয়া হয়েছে।

· সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তর্ভুক্তকরণ: প্রয়োজনে সেনা, নৌ ও বিমান বাহিনীকে ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষায় যুক্ত করা যাবে।

· লটারি পদ্ধতির অবসান: সমান ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে বিজয়ী নির্ধারণে লটারির পরিবর্তে পুনর্নির্বাচনের বিধান করা হয়েছে।

· দলীয় নিবন্ধন স্থগিতের বিধান: নিবন্ধন বাতিলের পাশাপাশি কার্যক্রম স্থগিত রাখার সুযোগও যুক্ত হয়েছে, যা হালকা শাস্তি হিসেবে বিবেচিত হবে।

· ব্যয়ের অডিট কঠোর করা: প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের অডিট আরও কঠোরভাবে করার সিদ্ধান্ত হয়েছে।

সানাউল্লাহ জানান, সাংবাদিকরা ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবেন, তবে শুরু থেকে শেষ পর্যন্ত অবস্থান করতে হবে। বিদ্যুৎচালিত ডিজিটাল বিলবোর্ডে আলোর ব্যবহার অনুমোদিত থাকলেও প্রচলিত আলোকসজ্জায় নিষেধাজ্ঞা বহাল থাকবে।

ইসি জানিয়েছে, সংস্কার প্রস্তাব আগামী সপ্তাহে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সরকারের অনুমোদনের পর তা অধ্যাদেশ আকারে জারি হবে এবং প্রয়োজনে পরবর্তীতে ঐকমত্যভিত্তিক সংশোধনী যুক্ত হবে।