দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

চারদিনের সরকারি সফরে জাপান গেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

অধ্যাপক ইউনূস ও তাঁর সফরসঙ্গীরা আজ বুধবার গভীর রাতে (২:১০ মিনিটে) ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টোকিওর উদ্দেশে যাত্রা করেন।

NATIONAL NEWS

5/28/20251 min read

ঢাকা, ২৮ মে ২০২৫: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অধ্যাপক ইউনূস ও তাঁর সফরসঙ্গীরা আজ বুধবার গভীর রাতে (২:১০ মিনিটে) ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টোকিওর উদ্দেশে যাত্রা করেন।

এই সফরে অধ্যাপক ইউনূস টোকিওতে অনুষ্ঠিতব্য নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশগ্রহণ করবেন। এছাড়া তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকেও মিলিত হবেন বলে জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার ৩১ মে দেশে ফেরার কথা রয়েছে।