দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

ফাজিলপুর ওয়ালিয়া ফাযিল মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচন আদালতের আদেশে স্থগিত

ফেনীর ঐতিহ্যবাহী ফাজিলপুর ওয়ালিয়া ফাযিল মাদ্রাসার গভর্নিং বডির ২০২৫ সালের নির্বাচন স্থগিত করেছেন ফেনী সদর সিনিয়র সহকারী জজ আদালত। গত ২০ মার্চ আদালত উভয়পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।

NATIONAL NEWS

3/21/20251 min read

ফেনী, ২১ মার্চ ২০২৫ (দৈনিক একুশের বাণী): ফেনীর ঐতিহ্যবাহী ফাজিলপুর ওয়ালিয়া ফাযিল মাদ্রাসার গভর্নিং বডির ২০২৫ সালের নির্বাচন স্থগিত করেছেন ফেনী সদর সিনিয়র সহকারী জজ আদালত। গত ২০ মার্চ আদালত উভয়পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।

মাদ্রাসার দাতা সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, এবং জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. বেলাল উদ্দিন আহমেদের দায়ের করা মামলার প্রেক্ষিতে আদালত নির্বাচন স্থগিতের আদেশ প্রদান করেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ঘোষিত নির্বাচনে অনিয়ম, দাতা সদস্যদের অন্তর্ভুক্তিতে পক্ষপাত, এবং মনোনয়নপত্র সংগ্রহে বাধার মতো নানা অসঙ্গতির অভিযোগ ওঠে।

বাদী পক্ষের আইনজীবীরা আদালতে দাবি করেন, নির্বাচনে স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করার জন্য একটি মহল গোপনে ও জোরপূর্বক কমিটি গঠন করতে চেয়েছিল। আদালত বাদী পক্ষের যুক্তি শুনে সন্তুষ্ট হয়ে নির্বাচন স্থগিতের আদেশ দেন।

উল্লেখ্য, ফাজিলপুর ওয়ালিয়া ফাযিল মাদ্রাসা ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের আর্থিক সহায়তায় পুনর্নির্মাণ হয়। পরবর্তীতে ড. বেলাল উদ্দিন আহমেদের একক প্রচেষ্টায় মাদ্রাসার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা হয় — মসজিদের দ্বিতল ভবন, আবাসিক ভবন, কমন রুম সম্প্রসারণ, গ্যাস সংযোগ, এবং মাঠ উন্নয়নের মতো নানা উন্নয়ন কার্যক্রমে তিনি অনন্য ভূমিকা রাখেন।

বাদী পক্ষের আইনজীবীরা বলেন, "একটি অসাধু চক্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য নির্বাচনে অনিয়ম করেছে, যা মাদ্রাসার ভবিষ্যৎ পরিচালনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।"

আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে বিবাদীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন এবং নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দেন।