ঢাকা, ১৭ মার্চ ২০২৫ (দৈনিক একুশের বাণী): বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও সুসংহত করতে আগামী ২৬ মার্চ চার দিনের সরকারি সফরে চীন যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সফরে চীনের প্রেসিডেন্ট সি জিন পিং-এর সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নেবেন তিনি।
ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টার আসন্ন সফরকে ‘দুই দেশের দীর্ঘকালের বন্ধুত্বের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়’ বলে অভিহিত করা হয়। রাষ্ট্রদূত জানান, সফরটি বাংলাদেশের সঙ্গে চীনের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, সফরের মূল লক্ষ্য বাংলাদেশকে বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করা। বিশেষত, চীনের কারখানা স্থানান্তর, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, এবং স্বাস্থ্যখাতে যৌথ বিনিয়োগের বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।
সফরসূচি অনুযায়ী, প্রফেসর ইউনূস ২৭ মার্চ হাইনানে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়ায় (প্রাচ্যের দাভোস হিসেবে পরিচিত) বক্তব্য রাখবেন। এছাড়া পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা প্রদান এবং একটি অনারারি ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন।
চীনের অন্যতম বৃহৎ সৌর প্যানেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘লোংগি’ বাংলাদেশে অফিস স্থাপন এবং উৎপাদন কারখানা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত। এছাড়া চীনের হাসপাতাল চেইনগুলো বাংলাদেশে যৌথ উদ্যোগে আধুনিক চিকিৎসা কেন্দ্র গড়ে তোলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে, যা দেশকে শিল্পোন্নত রাষ্ট্র হিসেবে এগিয়ে নিয়ে যাবে।