পিলখানা ট্র্যাজেডির ১৬ বছর: শহীদ সেনা দিবস আজ
আজ ২৫ ফেব্রুয়ারি, পিলখানা হত্যাকাণ্ডের ১৬তম বার্ষিকী। ২০০৯ সালের এই দিনে তৎকালীন বিডিআর সদর দফতরে সংঘটিত বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। সরকার দিনটিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে।
NATIONAL NEWS
2/25/20251 min read


ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ (দৈনিক একুশের বাণী): আজ ২৫ ফেব্রুয়ারি, পিলখানা হত্যাকাণ্ডের ১৬তম বার্ষিকী। ২০০৯ সালের এই দিনে তৎকালীন বিডিআর সদর দফতরে সংঘটিত বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। সরকার দিনটিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে।
এই হত্যাকাণ্ডের পেছনে ষড়যন্ত্রের বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে ‘জাতীয় স্বাধীন তদন্ত কমিশন’, যা এ পর্যন্ত ৩৭ জনের সাক্ষ্য গ্রহণ করেছে। শহীদ পরিবারের পক্ষ থেকে ন্যায়বিচারের দাবিতে গঠিত হয়েছে ‘শহীদ সেনা অ্যাসোসিয়েশন’।
ঘটনার দিন বিডিআরের বার্ষিক দরবার চলাকালে সকাল ৯টা ২৬ মিনিটে বিদ্রোহ শুরু হয়। বিদ্রোহীরা দরবার হলে উপস্থিত কর্মকর্তাদের গুলি করে হত্যা করে এবং পরে লাশ গুমের চেষ্টা চালায়। ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় অস্ত্র সমর্পণের মাধ্যমে বিদ্রোহের অবসান ঘটে।
বিচারিক প্রক্রিয়ায় হত্যা মামলায় ১৫২ জনের মৃত্যুদণ্ড, ১৬০ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং বহু ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। বিস্ফোরক আইনের মামলার বিচার কার্যক্রম এখনো চলছে।