ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ (দৈনিক একুশের বাণী): বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনকে নাইকো দুর্নীতি মামলায় খালাস দিয়েছেন আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়েছিল। বিএনপির আইনজীবী আমিনুল ইসলাম এ রায়কে ন্যায়বিচার হিসেবে উল্লেখ করে বলেন, “এই মামলা করাই হয়েছিল খালেদা জিয়াকে হয়রানি ও অসম্মান করার জন্য।”
২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম এই মামলা দায়ের করেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রকে প্রায় ১৩,৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির মুখে ফেলা হয়েছে। ২০০৮ সালের ৫ মে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়।
দীর্ঘ শুনানি শেষে গত ৫ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়। মামলার ৬৮ সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। পরে, ১৩ ফেব্রুয়ারি আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে ১৯ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়।
প্রসঙ্গত, ২০২৩ সালের ১৯ মার্চ বিচারক শেখ হাফিজুর রহমান খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন। তবে আদালতের চূড়ান্ত রায়ে সকল আসামিকে খালাস দেওয়া হলো।