দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

ঢাকা-দিল্লি সম্পর্কের চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজের প্রত্যয়

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান কূটনৈতিক চ্যালেঞ্জসমূহ স্বীকার করে তা সমাধানে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছে উভয় দেশ।

NATIONAL NEWSINTERNATIONAL NEWS

2/17/20251 min read

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ (দৈনিক একুশের বাণী): বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান কূটনৈতিক চ্যালেঞ্জসমূহ স্বীকার করে তা সমাধানে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছে উভয় দেশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত ভারত মহাসাগরীয় সম্মেলনের (ইন্ডিয়ান ওশান কনফারেন্স) ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনায় গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে অনুষ্ঠিত বৈঠকের প্রসঙ্গ উঠে আসে। এছাড়া গত ডিসেম্বর মাসে ঢাকায় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক এবং চলতি মাসের ১০ ও ১১ ফেব্রুয়ারি দিল্লিতে আয়োজিত জ্বালানি সংক্রান্ত সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়েও আলোচনা করা হয়।

উভয় নেতা আগামী ১৮-২০ ফেব্রুয়ারি দিল্লিতে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ভারত সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠকের প্রতি আশাবাদ ব্যক্ত করেন। তাদের প্রত্যাশা, এই বৈঠকের মাধ্যমে সীমান্ত-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুর সমাধান সম্ভব হবে।

বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে জানান, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিমসটেক সংক্রান্ত আলোচনা হয়েছে। তিনি বৈঠকের একটি ছবিও শেয়ার করেন।