ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ (দৈনিক একুশের বাণী): মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’-এর পরিচালনায় প্রশাসক নিয়োগকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট গ্রহণযোগ্য নয় বলে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
আজ রবিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আদালত বলেন, নগদ বাংলাদেশ ডাক বিভাগের এজেন্ট হিসেবে কার্যক্রম পরিচালনা করে এবং প্রশাসক নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যথাযথ আইন অনুসরণ করেছে।
বাংলাদেশ ব্যাংকের আইনজীবী বি এম ইলিয়াস কচি রায়ের পর জানান, ‘নগদ ডাক বিভাগের এজেন্ট হওয়ায় প্রশাসক নিয়োগের আগে ডাক বিভাগকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল এবং তাদের জবাবের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে নগদের কার্যক্রমে অনিয়ম পাওয়া যায়, যা গ্রাহকদের স্বার্থ রক্ষার জন্য প্রশাসক নিয়োগের প্রয়োজনীয়তা সৃষ্টি করে।’
২০২৩ সালের ২১ আগস্ট বাংলাদেশ ব্যাংক নগদে প্রশাসক নিয়োগের অভ্যন্তরীণ আদেশ জারি করে, যেখানে চট্টগ্রাম অফিসের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে এক বছরের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে নগদের স্বতন্ত্র পরিচালক মো. শাফায়েত আলম ২০২৩ সালের ২ সেপ্টেম্বর হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানির পর হাইকোর্ট ১৭ সেপ্টেম্বর রুল জারি করেন এবং প্রশাসকের কার্যক্রম পরিচালনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। তবে চূড়ান্ত শুনানি শেষে আজ হাইকোর্ট রিটটি খারিজ করে দেন।
রিট আবেদনকারীর আইনজীবী মো. জামিলুর রহমান জানিয়েছেন, তারা পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে আলোচনা করবেন।