দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

সীমান্ত রক্ষায় কোনো ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আগের সরকারগুলো সীমান্ত ইস্যুতে নীরব থাকলেও বর্তমান সরকার আইনানুগ অধিকার আদায়ে কোনো ছাড় দিচ্ছে না।

NATIONAL NEWS

1/19/20251 min read

ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৫ (দৈনিক একুশের বাণী): সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আগের সরকারগুলো সীমান্ত ইস্যুতে নীরব থাকলেও বর্তমান সরকার আইনানুগ অধিকার আদায়ে কোনো ছাড় দিচ্ছে না।

রোববার (১৯ জানুয়ারি) বিসিএস ও জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, যেকোনো মূল্যে দেশের সীমান্ত সুরক্ষিত রাখা হবে। আগে সীমান্ত ইস্যুতে ভারতের প্রতি ছাড় দেওয়া হলেও এখন ন্যায্য অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আগামীতে সীমান্ত সমস্যার সমাধানে ডিজি পর্যায়ে বৈঠকের আয়োজন করা হবে বলে জানান তিনি। সেই বৈঠকে সীমান্ত ইস্যুতে ইতিবাচক সমাধানের আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি আরও বলেন, দেশের অন্যতম বড় সমস্যা দুর্নীতি, যা মোকাবিলায় সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ছাড়া ভূমি সংকটও ক্রমশ জটিল হয়ে উঠছে। কৃষিজমি রক্ষায় একটি কার্যকর ভূমি সুরক্ষা আইন প্রণয়ন সময়ের দাবি বলেও মন্তব্য করেন তিনি।

সীমান্ত সুরক্ষা ও দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধানে সরকারের এই কঠোর ও দূরদর্শী অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।