বায়ুদূষণে শীর্ষে দক্ষিণ এশিয়া, ঢাকা দ্বিতীয় অবস্থানে
বায়ুদূষণের শীর্ষ তালিকায় দক্ষিণ এশিয়ার শহরগুলোর আধিপত্য অব্যাহত। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে ঢাকা অন্যতম। সম্প্রতি সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তথ্যে দেখা গেছে, দক্ষিণ এশিয়ার ছয়টি শহর শীর্ষ দশে অবস্থান করছে।
NATIONAL NEWSHEALTH
1/11/20251 min read


ঢাকা, ১১ জানুয়ারি ২০২৫ (দৈনিক একুশের বাণী): বায়ুদূষণের শীর্ষ তালিকায় দক্ষিণ এশিয়ার শহরগুলোর আধিপত্য অব্যাহত। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে ঢাকা অন্যতম। সম্প্রতি সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তথ্যে দেখা গেছে, দক্ষিণ এশিয়ার ছয়টি শহর শীর্ষ দশে অবস্থান করছে।
শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ২৩০, যা জনস্বাস্থ্যের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। শীতকাল আসার সঙ্গে সঙ্গে ঢাকার বাতাসে দূষণের মাত্রা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।
বর্তমান তালিকায় ভারতের কলকাতা ৩৪৬ স্কোর নিয়ে শীর্ষস্থানে রয়েছে। ঢাকার পর তৃতীয় স্থানে রয়েছে মুম্বাই (২১৭), এরপর দিল্লি (২১৫) এবং তাশখন্দ (১৯০)।
আইকিউএয়ার বায়ুমান নিয়ে তাৎক্ষণিক তথ্য সরবরাহ করে এবং একিউআই সূচকের মাধ্যমে বিভিন্ন শহরের বায়ুর মান সম্পর্কে সচেতনতা বাড়ায়। এই সূচক বায়ুর মান নির্ধারণে পাঁচটি গুরুত্বপূর্ণ উপাদান বিবেচনা করে: পিএম১০, পিএম২.৫, এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।
একিউআই স্কোর ৫০-এর নিচে থাকলে সেটিকে ভালো, ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি, আর ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত হলে সেটি সাধারণভাবে অস্বাস্থ্যকর এবং ২০০ পেরুলে খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ৩০০ অতিক্রম করলে বায়ুকে ‘বিপজ্জনক’ বলা হয়।
পরিস্থিতি মোকাবিলায় পরিবেশবিদরা দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনসাধারণকে সচেতন করার ওপর জোর দিচ্ছেন। বিশেষ করে শীতকালে বায়ুদূষণ রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি।