রেমিট্যান্স ডলারের দর নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ডলারের বাজারে গত দুই বছরে চলমান অস্থিরতা কিছুটা কমলেও সম্প্রতি নতুন করে মূল্যবৃদ্ধি লক্ষ্য করা গেছে। গত সপ্তাহে ডলারের দাম বেড়ে ১২৮ টাকায় পৌঁছালে বাজারে অস্থিরতা সৃষ্টি হয়। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক একটি সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলোকে সর্বোচ্চ ১২৩ টাকায় রেমিট্যান্স কেনার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।
NATIONAL NEWSBUSINESS & COMMERCE
12/25/20241 min read


ঢাকা, ২৫ ডিসেম্বর ২০২৪ (দৈনিক একুশের বাণী): ডলারের বাজারে গত দুই বছরে চলমান অস্থিরতা কিছুটা কমলেও সম্প্রতি নতুন করে মূল্যবৃদ্ধি লক্ষ্য করা গেছে। গত সপ্তাহে ডলারের দাম বেড়ে ১২৮ টাকায় পৌঁছালে বাজারে অস্থিরতা সৃষ্টি হয়। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক একটি সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলোকে সর্বোচ্চ ১২৩ টাকায় রেমিট্যান্স কেনার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এতদিন রেমিট্যান্স কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ছিল ১২০ টাকা। তবে সাম্প্রতিক সময়ে কিছু ব্যাংক ১২৬ থেকে ১২৭ টাকায় ডলার কিনে বাজারে অস্থিতিশীলতা তৈরি করেছে। বিশেষ করে ডিসেম্বরের শুরুতে আমদানি দায় পরিশোধের চাপ বৃদ্ধির ফলে ডলারের চাহিদা বৃদ্ধি পায়, যা দামের ওপর প্রভাব ফেলে।
ডলারের উচ্চ মূল্যে লেনদেন করার কারণে ১৩টি ব্যাংককে চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং ১১টি বেসরকারি ব্যাংক রয়েছে। এসব ব্যাংকের কার্যক্রম নিয়ে বাংলাদেশ ব্যাংক ব্যাখ্যা তলব করেছে।
নির্দেশনার পর বেশ কয়েকটি ব্যাংক রেমিট্যান্সের মূল্য কমিয়েছে। ফলে ডলারের বাজার কিছুটা স্থিতিশীল হতে শুরু করেছে। খাত সংশ্লিষ্টরা আশা করছেন, আমদানি দায় পরিশোধের চাপ কমলে ডলারের বাজার আরও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।