বাংলাদেশে ভিসা সীমিত: ভারতীয় আবেদনকারীদের মধ্যে অসন্তোষ
কলকাতায় বাংলাদেশ মিশনে ভিসা সেবা সাময়িকভাবে সীমিত করা হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি কলকাতার বাংলাদেশ মিশনের কর্মকর্তারা। কাঙ্ক্ষিত ভিসা না পাওয়ায় ভারতীয় আবেদনকারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
NATIONAL NEWS
12/7/20241 min read


ঢাকা, ৭ ডিসেম্বর ২০২৪ (দৈনিক একুশের বাণী): কলকাতায় বাংলাদেশ মিশনে ভিসা সেবা সাময়িকভাবে সীমিত করা হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি কলকাতার বাংলাদেশ মিশনের কর্মকর্তারা। কাঙ্ক্ষিত ভিসা না পাওয়ায় ভারতীয় আবেদনকারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশনে সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে ওই মিশনের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি, সেখানে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রদান সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। দিল্লি ও আসাম মিশনে এ ধরনের সিদ্ধান্ত এখনো কার্যকর না হলেও, পরিস্থিতি পর্যবেক্ষণ করে সেখানেও একই পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।
গত ২ ডিসেম্বর ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশনে সংঘটিত হামলায় হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা দূতাবাস ভবনে হামলা চালিয়ে জাতীয় পতাকা অবমাননা এবং সম্পত্তি ভাঙচুর করে। এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ সরকার কলকাতা ও ত্রিপুরার মিশনে উচ্চপদস্থ কর্মকর্তাদের ঢাকায় প্রত্যাহার করেছে। কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সিকদার মো. আশরাফুল রহমান ও ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদকে অনির্দিষ্টকালের জন্য ফিরিয়ে নেওয়া হয়েছে।
এর ফলে, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশ সরকারের সরাসরি যোগাযোগ কার্যক্রমে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা শবাব বিন আহমেদের কলকাতায় যোগদানে কিছু সময় লাগবে বলে জানা গেছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে এই ঘটনা দুই দেশের জন্যই উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য উভয়পক্ষেরই সতর্কতা ও দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।