দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

যড়যন্ত্র প্রতিরোধে ঐক্য অটুট, প্রস্তুত জাতি; ষড়যন্ত্রে হার মানবে না বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

জাতির ঐক্যের দৃঢ়তা ও সজাগ অবস্থানের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, “৫ আগস্টের উত্তাল দিনগুলোর মতোই এখনো আমরা ঐক্যবদ্ধ এবং প্রস্তুত। কোনো ষড়যন্ত্র আমাদের অগ্রযাত্রা রোধ করতে পারবে না।”

NATIONAL NEWS

12/5/20241 min read

ঢাকা, ৫ ডিসেম্বর ২০২৪ (একুশের বাণী): জাতির ঐক্যের দৃঢ়তা ও সজাগ অবস্থানের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ৫ আগস্টের উত্তাল দিনগুলোর মতোই এখনো আমরা ঐক্যবদ্ধ এবং প্রস্তুত। কোনো ষড়যন্ত্র আমাদের অগ্রযাত্রা রোধ করতে পারবে না।

বুধবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক সংলাপের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, আমরা সেই জাতি, যারা ৫ আগস্টে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছি। আমাদের ছাত্র, যুবক ও জনগণ বুক পেতে দিয়ে জীবন দিয়েছে। সেই ঐক্যের মধ্যে কোনো ফাটল ধরেনি, বরং তা আরও সুদৃঢ় হয়েছে। আজ আমরা সারা বিশ্বকে জানাতে চাই, জাতি এখনো সজাগ এবং ঐক্যবদ্ধ।

ষড়যন্ত্রকারীদের প্রতি সতর্ক বার্তা দিয়ে তিনি বলেন, কেউ যেন মনে না করে আমরা ক্লান্ত হয়েছি বা দমে গেছি। আমরা এখনো একই পথেই আছি, যেখানে শক্তিশালী ঐক্যের মাধ্যমে স্বৈরাচার থেকে মুক্তি পেয়েছিলাম। সেই ঐক্যই আমাদের শক্তি এবং অগ্রগতির মূল ভিত্তি।

রাজনৈতিক সংলাপ আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, এ সংলাপ শুধু কথার আদান-প্রদান নয়, বরং এটি বিশ্বের কাছে আমাদের ঐক্যের বার্তা পৌঁছে দেওয়ার একটি প্রচেষ্টা। আমরা প্রমাণ করতে চাই, এ জাতি দুর্বল হয়নি, বরং আগের চেয়ে আরও বলীয়ান ও আত্মবিশ্বাসী।

এই সংলাপ রাজনৈতিক দলগুলোর ঐক্য এবং জাতির অভিন্ন লক্ষ্যের প্রতি একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।