দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

দেশে অরাজক পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে: সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, একটি গোষ্ঠী ইন্ধন দিয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। এদের স্বার্থভিত্তিক নানা উদ্দেশ্য রয়েছে। সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে সেনাবাহিনী বলেছে, এ ধরনের ইন্ধনে প্রভাবিত না হলে পরিস্থিতি অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

NATIONAL NEWS

11/29/20241 min read

ঢাকা, ২৯ নভেম্বর ২০২৪ (দৈনিক একুশের বাণী): বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, একটি গোষ্ঠী ইন্ধন দিয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। এদের স্বার্থভিত্তিক নানা উদ্দেশ্য রয়েছে। সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে সেনাবাহিনী বলেছে, এ ধরনের ইন্ধনে প্রভাবিত না হলে পরিস্থিতি অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বনানীর সেনা অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন সেনাসদরের মিলিটারি অপারেশন্স ডিরেক্টরেটের কর্নেল ইন্তেখাব হায়দার খান।

ইন্ধনের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান
কর্নেল ইন্তেখাব বলেন, "সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ইন্ধনদাতা একটি পোস্ট করার পর অনেকে না বুঝে তা ছড়িয়ে দেন। এটি বিশৃঙ্খলা বাড়ায়। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে।"

চট্টগ্রামের ঘটনায় সেনাবাহিনীর অবস্থান
চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে কর্নেল ইন্তেখাব বলেন, "মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। তবে, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।"

তিনি জানান, বর্তমান পরিস্থিতি তিনটি গোষ্ঠীর দ্বারা প্রভাবিত। প্রথমত, অপরাধীরা; যারা অপরাধমূলক কাজ করে। দ্বিতীয়ত, ইন্ধনদাতারা; যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অস্থিতিশীলতা তৈরি করতে চায়। তৃতীয়ত, সাধারণ মানুষ; যারা কখনো ইন্ধনের শিকার হয়।

সাম্প্রতিক সেনাবাহিনীর কার্যক্রম
সেনাবাহিনীর সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরে কর্নেল ইন্তেখাব জানান, গত ১৩ নভেম্বর থেকে ২৪টি অবৈধ অস্ত্র ও ৩৬৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৪০টি অস্থিতিশীল পরিস্থিতি ও ১৮টি সড়ক অবরোধ মোকাবিলা করা হয়েছে।

এছাড়া, ১ হাজার ৩২৮ জনকে গ্রেফতার এবং আহত ৩ হাজার ৪৩০ জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রসঙ্গে
তিনি আরও জানান, দায়িত্ব পালনের সুবিধার্থে সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, যা সম্প্রতি আরও ৬০ দিনের জন্য বাড়ানো হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ মানুষকে ইন্ধনদাতাদের ফাঁদে না পড়ার জন্য বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।