দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

ইসকনের ১৭ সদস্যের ব্যাংক লেনদেন স্থগিতের নির্দেশ

ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস (ইসকন)-এর সঙ্গে সম্পৃক্ত ১৭ সদস্যের ব্যাংক হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। স্থগিতের নির্দেশনা অনুযায়ী, এই ব্যক্তিদের ব্যক্তিগত ও মালিকানাধীন প্রতিষ্ঠানের (আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের হিসাব ব্যতীত) ব্যাংক লেনদেন বন্ধ থাকবে।

NATIONAL NEWS

11/29/20241 min read

ঢাকা, ২৯ নভেম্বর ২০২৪ (দৈনিক একুশের বাণী): ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস (ইসকন)-এর সঙ্গে সম্পৃক্ত ১৭ সদস্যের ব্যাংক হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। স্থগিতের নির্দেশনা অনুযায়ী, এই ব্যক্তিদের ব্যক্তিগত ও মালিকানাধীন প্রতিষ্ঠানের (আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের হিসাব ব্যতীত) ব্যাংক লেনদেন বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বিএফআইইউ। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ২৩(১)(গ) ধারার আওতায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে, সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবের তথ্য, ঋণ, আমানত, এবং অন্যান্য ব্যবসায়িক লেনদেনের বিবরণ তিন দিনের মধ্যে বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

লেনদেন স্থগিত করা ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। সম্প্রতি চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সঙ্গে তার নাম জড়িয়ে বিভিন্ন বিতর্ক সৃষ্টি হয়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ এবং ইসকন নিষিদ্ধের দাবি উঠেছে।

তালিকায় আরও রয়েছেন কার্ত্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্ব কুমার সিংহ, চন্ডিদাস বালা, জয়দেব কর্মকার, লিপী রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ কান্তি দাশ, প্রিয়তোষ দাশ, রূপন দাস, রূপন কুমার ধর, আশীষ পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী এবং সজল দাস।

চিন্ময় কৃষ্ণ দাসকে গত ২৫ নভেম্বর রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন তাকে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

আদালতে নেওয়ার পথে প্রিজন ভ্যান আটকে দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।

এ নির্দেশনার আওতায় সংশ্লিষ্ট ১৭ জনের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টে কোনো লেনদেন করা যাবে না। তবে প্রয়োজন অনুযায়ী, এ স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হতে পারে বলে বিএফআইইউ জানিয়েছে।