দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

ঢাকার বাতাসে মারাত্মক দূষণ, নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ

জলবায়ু পরিবর্তন এবং শিল্পায়নের প্রভাবে বিশ্বের নানা শহরে বায়ুদূষণের মাত্রা বাড়ছে, যার শিকার হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। দীর্ঘদিন ধরে বায়ুদূষণের উচ্চমাত্রায় থাকার কারণে ঢাকার বাতাস এখন জনস্বাস্থ্যের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে।

NATIONAL NEWS

11/17/20241 min read

ঢাকা, ১৭ নভেম্বর ২০২৪ (দৈনিক একুশের বাণী): জলবায়ু পরিবর্তন এবং শিল্পায়নের প্রভাবে বিশ্বের নানা শহরে বায়ুদূষণের মাত্রা বাড়ছে, যার শিকার হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। দীর্ঘদিন ধরে বায়ুদূষণের উচ্চমাত্রায় থাকার কারণে ঢাকার বাতাস এখন জনস্বাস্থ্যের জন্য খুব অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে।

রোববার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান নির্ণায়ক সংস্থা আইকিউএয়ারের তথ্যমতে, ঢাকার একিউআই স্কোর ছিল ২১১, যা খুব অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়েছে। এদিন দূষিত শহরের তালিকায় দিল্লি শীর্ষস্থানে ছিল, যার একিউআই স্কোর ৫৬৯। লাহোর এবং কিনশাসা যথাক্রমে ৩১২ এবং ২৭০ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ১৭৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে ছিল।

বিশেষজ্ঞদের মতে, একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ঢাকার বর্তমান অবস্থান নাগরিকদের জন্য বিশেষ সতর্কতার ইঙ্গিত বহন করে।

বায়ুদূষণ পরিমাপের ক্ষেত্রে মূলত পাঁচটি উপাদান বিবেচনা করা হয়: পিএম১০, পিএম২.৫, নাইট্রোজেন ডাইঅক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাইঅক্সাইড (এসও২), এবং ওজোন (ও৩)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং পরিবেশবিদরা দূষিত এলাকায় বসবাসকারী নাগরিকদের বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের বাড়ির বাইরে কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়েছেন।