দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

"বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি" — রিজভী

বঙ্গভবন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, ১৯৭৫ সালে খন্দকার মোশতাক বঙ্গবন্ধুর ছবি অপসারণ করলেও, পরবর্তীতে জিয়াউর রহমান সেই ছবি পুনঃস্থাপন করেছিলেন।

NATIONAL NEWS

11/12/20241 min read

ঢাকা, ১২ নভেম্বর ২০২৪ (দৈনিক একুশের বাণী): বঙ্গভবন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, ১৯৭৫ সালে খন্দকার মোশতাক বঙ্গবন্ধুর ছবি অপসারণ করলেও, পরবর্তীতে জিয়াউর রহমান সেই ছবি পুনঃস্থাপন করেছিলেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধনকালে রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর বাকশাল প্রতিষ্ঠা করে গণতন্ত্রের পথ বন্ধ করেছিলেন। সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় শাসন কায়েম করেছিলেন। এর মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। তবে স্বাধীনতা আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এবং সে সময় মানুষ তাকে সমর্থন জানিয়েছিল। কিন্তু ক্ষমতায় এসে তিনি তার অঙ্গীকার রক্ষা করতে ব্যর্থ হন।

রিজভী আরও বলেন, শেখ মুজিব স্বাধীনতা সংগ্রামের নেতা হলেও, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সরাসরি কোনো ভূমিকা রাখেননি। সেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবের মৃত্যুর পর মোশতাক তার ছবি বঙ্গভবন থেকে সরিয়ে দিয়েছিলেন। পরে ৭ নভেম্বর জিয়াউর রহমান ক্ষমতায় এসে সেই ছবি পুনঃস্থাপন করেন।

এ সময় রিজভী বলেন, "শেখ হাসিনার সরকারের আমলে রাজনৈতিক বিভাজনের শিকার হয়ে অনেক মেধাবী চিকিৎসক পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন। শুধুমাত্র বিএনপি-সমর্থিত হওয়ায় তাদের সঠিক মূল্যায়ন করা হয়নি।"

রিজভীর মতে, যে অন্যায়ই করা হোক না কেন, বঙ্গবন্ধুর ছবি সরানো উচিত হয়নি। এমন সিদ্ধান্ত সময়ের প্রয়োজনে পুনর্বিবেচনা করা দরকার।