শেখ হাসিনাসহ পলাতকদের ফেরাতে রেড নোটিশ জারির উদ্যোগ সরকারের
সরকার জুলাই-আগস্টের ঘটনাবলিতে অভিযুক্ত শেখ হাসিনাসহ পলাতক ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নিচ্ছে। রবিবার (১০ নভেম্বর) সকালে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
NATIONAL NEWS
11/10/20241 min read


ঢাকা, ১০ নভেম্বর ২০২৪ (দৈনিক একুশের বাণী): সরকার জুলাই-আগস্টের ঘটনাবলিতে অভিযুক্ত শেখ হাসিনাসহ পলাতক ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নিচ্ছে।
রবিবার (১০ নভেম্বর) সকালে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগ আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এ সরকারের বিরুদ্ধে যে অভিযোগ করেছে, তা গুরুত্বসহকারে বিবেচিত হচ্ছে না। তিনি দাবি করেন, দেশের সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এই অভিযোগ আনা হয়েছে এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এছাড়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, সরকার থেকে নির্দেশনা পেলেই আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু করা হবে।
এই উদ্যোগের মাধ্যমে সরকার জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
— দৈনিক একুশের বাণী