জিরো পয়েন্টে পাল্টাপাল্টি কর্মসূচি: বিক্ষোভের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আওয়ামী লীগের
ঢাকার গুলিস্তানের জিরো পয়েন্টে পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আওয়ামী লীগ। ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে’ আগামীকাল রোববার দুপুর ১২টায় জিরো পয়েন্টে গণজমায়েতের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে সংগঠনটির ফেসবুক পেজে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
NATIONAL NEWS
11/9/20241 min read


ঢাকা, ৯ নভেম্বর ২০২৪ (দৈনিক একুশের বাণী): ঢাকার গুলিস্তানের জিরো পয়েন্টে পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আওয়ামী লীগ। ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে’ আগামীকাল রোববার দুপুর ১২টায় জিরো পয়েন্টে গণজমায়েতের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে সংগঠনটির ফেসবুক পেজে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
অপরদিকে, একই স্থানে ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল রোববার বিকেল ৩টায় শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আজ শনিবার দলটির ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী তারিকুল ইসলাম ‘দৈনিক একুশের বাণী’কে নিশ্চিত করেন যে, তাঁরা জিরো পয়েন্টে নির্ধারিত সময়েই গণজমায়েত করবেন।
এদিকে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের কর্মসূচিকে ‘ফ্যাসিবাদী তৎপরতা’ আখ্যা দিয়ে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দলে পরিণত হয়েছে। তাদের গণজমায়েত কিংবা মিছিলের কোনো অনুমতি দেওয়া হবে না। দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং সহিংসতা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে মন্তব্য করেন, ‘গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করলে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ নেবে।’
উল্লেখ্য, আগামীকাল একই স্থানে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যেই সতর্ক অবস্থান নিয়েছে বলে জানা গেছে।