অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে নাঃ তারেক রহমান
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকালে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না।”
NATIONAL NEWS
11/8/20241 min read


ঢাকা, ৮ নভেম্বর ২০২৪ (দৈনিক একুশের বাণী): রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকালে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না।”
বিকাল সাড়ে ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংক্ষিপ্ত সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় এ সমাবেশে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তারেক রহমান বলেন, “স্বাধীনতাকামী জনগণের উদ্দেশ্যে আমার অনুরোধ, গণতন্ত্রবিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনো থেমে নেই। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে দেশে-বিদেশে এবং শাসন-প্রশাসনে কিছু অপশক্তি সক্রিয় রয়েছে। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, “এই লাখো জনতার মিছিল শুধু বিএনপির শক্তির প্রতীক নয়, এটি গণতন্ত্রের সংগ্রামের প্রতীক। আমরা যেন এই শক্তিকে কোনোভাবেই বৃথা হতে না দিই।”
সমাবেশ শেষে বিশাল জনসমাগমের মধ্য দিয়ে র্যালিটি শুরু হয়, যা নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, শাহবাগ, বাংলামোটর হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়। দলটির নেতাকর্মীরা এই র্যালিতে ব্যাপকভাবে অংশগ্রহণ করেন, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে।