বিএনপি’র র্যালি আজ: সমাপনী বক্তব্যে থাকবেন তারেক রহমান
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে আজ রাজধানীতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করছে বিএনপি। শুক্রবার (৮ নভেম্বর) দুপুর আড়াইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে এই র্যালি। র্যালিটি কাকরাইল মোড়, মৎস্যভবন, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।
NATIONAL NEWS
11/8/20241 min read


ঢাকা, ৮ নভেম্বর ২০২৪ (দৈনিক একুশের বাণী): ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে আজ রাজধানীতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করছে বিএনপি। শুক্রবার (৮ নভেম্বর) দুপুর আড়াইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে এই র্যালি। র্যালিটি কাকরাইল মোড়, মৎস্যভবন, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর র্যালির উদ্বোধন করবেন। র্যালিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জ্যেষ্ঠ নেতা, মহানগর ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন।
র্যালির শেষপ্রান্ত মানিক মিয়া এভিনিউতে সমাপনী বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মিডিয়া সেলের তথ্যমতে, তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য দেবেন।
এই র্যালিতে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, বিএনপি দীর্ঘদিন ধরে ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে উদযাপন করে আসছে। দিনটি উপলক্ষ্যে শুধু ঢাকায় নয়, বিভাগীয় শহরগুলোতেও বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছে দলটি।