দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

সংলাপে বসছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ নিয়ে আলোচনা আজ

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ শনিবার দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন। রাজধানীর হেয়ার রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় বিকেল আড়াইটায় বিএনপির সঙ্গে সংলাপের মাধ্যমে এই আলোচনা শুরু হবে।

NATIONAL NEWS

10/5/20241 min read

ঢাকা, ৫ অক্টোবর ২০২৪ (দৈনিক একুশের বাণী): অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ শনিবার দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন। রাজধানীর হেয়ার রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল আড়াইটায় বিএনপির সঙ্গে সংলাপের মাধ্যমে এই আলোচনা শুরু হবে।

এই সংলাপে রাজনৈতিক দলগুলোর কাছে ছয়টি সংস্কার কমিশনের কাজের অগ্রগতি উপস্থাপন করা হবে এবং তাদের পরামর্শ চাওয়া হবে। সংশ্লিষ্ট দলগুলো মূলত রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে আগ্রহী। প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, দুপুর আড়াইটা থেকে শুরু হওয়া এই সংলাপে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো অংশ নেবে।

প্রথম দফায় বিএনপি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এবি পার্টির সঙ্গে আলাপ করবেন প্রধান উপদেষ্টা। সংলাপে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. মুহাম্মদ ইউনূস ছয়টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন। এগুলো হলো নির্বাচন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন এবং সংবিধান সংস্কার কমিশন।