সুপারশপে পলিথিন ব্যবহার বন্ধ: নিয়মিত নজরদারি চালানো হবে – বস্ত্র ও পাট উপদেষ্টা
সুপারশপগুলোতে পলিথিন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে, এবং এর প্রয়োগ নিশ্চিত করতে নিয়মিত পর্যবেক্ষণ চালানো হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন।
NATIONAL NEWS
10/1/20241 min read


ঢাকা, ১ অক্টোবর ২০২৪ (দৈনিক একুশের বাণী): সুপারশপগুলোতে পলিথিন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে, এবং এর প্রয়োগ নিশ্চিত করতে নিয়মিত পর্যবেক্ষণ চালানো হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীর গুলশানে ইউনিমার্ট সুপারশপে পাটের ব্যাগ ব্যবহারে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. সাখাওয়াত হোসেন বলেন, "পরিবেশ রক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাট আমাদের সোনালী অতীতের অংশ, যা ফিরিয়ে আনতে হলে এর ব্যবহার বাড়াতে হবে।" তিনি আরও উল্লেখ করেন, পাটের ব্যাগ সাশ্রয়ী, টেকসই ও পরিবেশবান্ধব, যা কৃষক ও দেশের অর্থনীতির জন্যও লাভজনক।
পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারের উদ্যোগ সবাইকে নিতে আহ্বান জানান উপদেষ্টা।